একাউন্টস এন্ড এডমিন অফিসার

উন্নয়ন সংঘ

উন্নয়ন সংঘ

 

উন্নয়ন সংঘ

Follow

Summary

  • Vacancy: 01
  • Location: Jamalpur
  • Published: 30 May 2024

 

Requirements

Education

  • একাউন্টিং বা ম্যানেজমেন্ট এ গ্রাজুয়েশন ডিগ্রিধারী হতে হবে।

Additional Requirements

  • ৪৫ বৎসরের উর্ধে নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
  • নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
  • কোন জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় হিসাব রক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কমপক্ষে ৫ (পাঁচ) বৎসরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীকে এনজিও ব্যুরোর নিয়ম নীতি, এফডি-৬সহ যাবতীয় বিধি-বিধান সম্পর্কে সম্যক অভিজ্ঞতা ও সফ্টওয়্যার ভিত্তিক অন-লাইন একাউন্টস প্যাকেজ সম্পর্কে সম্যক জ্ঞান ও কর্ম-অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • প্রার্থীকে অবশ্যই এনজিও এর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে ও প্রচন্ড চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং ধৈর্যশীল ও সৃজনশীল হতে হবে।
  • এছাড়া, সংস্থার বা প্রকল্পের ক্রয় সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি মার্কেট যাচাই কৌশল সম্পর্কেও ধারণা থাকতে হবে।
  • সংস্থার পলিসি মোতাবেক যাবতীয় অফিস ইকুইপমেন্টস, ল্যাপটপ, মোটর সাইকেল, সাপ্লাইস সংরক্ষণসহ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • সর্বোপরি, প্রার্থীকে প্রকল্পের বাৎসরিক আর্থিক নিরীক্ষণ বা অডিট এর সকল প্রস্তুতি গ্রহণ ও মোকাবেলা করতে হবে।

Responsibilities & Context

  • উন্নয়ন সংঘ ময়মনসিংহ ভিত্তিক একটি জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি জামালপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, গাজিপুর, নরসিংদি, ঢাকা, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কম্যুনিটি ডেভেলপমেন্টসহ গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, কৃষি ও শিশু অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতায় সমৃদ্ধ ও সকল মহলের নিকট সমাদৃত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর জন্য একাউন্টস এন্ড এডমিন অফিসার পদে একজন লোক নিয়োগ করা হবে।
  • সংস্থাটি এইচআরডি পলিসি ছাড়াও কোড অফ কন্ডাক্ট, ফাইন্যান্স পলিসি, জেন্ডার পলিসি, শিশু সুরক্ষা ও সেফগার্ডিং পলিসি, পিএসইএএইচ এবং ফ্রড ও এন্টি করাপশনসহ নানাবিধ পলিসি দ্বারা পরিচালিত। তাই অর্থ আত্বসাৎ ও যৌন হয়রানীসহ গর্হিত অন্যায়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলে। টিম ম্যানেজম্যান্ট ও কিছু মানবীয় মূল্যবোধ চর্চা করে যা নারী ও পুরুষের মান মর্যাদাকে সমন্নুত রাখতে সহায়তা করে।
  • প্রার্থীকে এনজিও ব্যুরোর নিয়ম নীতি, এফডি-৬সহ যাবতীয় বিধি-বিধান সম্পর্কে সম্যক অভিজ্ঞতা ও সফ্টওয়্যার ভিত্তিক অন-লাইন একাউন্টস প্যাকেজ সম্পর্কে সম্যক জ্ঞান ও কর্ম-অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীকে অবশ্যই এনজিও এর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে ও প্রচন্ড চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং ধৈর্যশীল ও সৃজনশীল হতে হবে। এছাড়া, সংস্থার বা প্রকল্পের ক্রয় সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি মার্কেট যাচাই কৌশল সম্পর্কেও ধারণা থাকতে হবে। সংস্থার পলিসি মোতাবেক যাবতীয় অফিস ইকুইপমেন্টস, ল্যাপটপ, মোটর সাইকেল, সাপ্লাইস সংরক্ষণসহ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বোপরি, প্রার্থীকে প্রকল্পের বাৎসরিক আর্থিক নিরীক্ষণ বা অডিট এর সকল প্রস্তুতি গ্রহণ ও মোকাবেলা করতে হবে।

Compensation & Other Benefits

সংস্থার পলিসি অনুসারে ৬ মাস শিক্ষানবীশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর প্রকল্পের নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্টসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

Employment Status

Full Time

Job Location

Jamalpur

Source link

Upload your CV/resume or any other relevant file. Max. file size: 512 MB.