ইলেক্ট্রিক্যাল টেকনিশিয়ান (কার (গাড়ী) লিফট/ প্যাসেঞ্জার লিফট বিষয়ে দক্ষতা সম্পন্ন)

FBCCI Innovation & Research Centre

FBCCI Innovation & Research Centre

 

FBCCI Innovation & Research Centre

Follow

Summary

  • Vacancy: 1
  • Location: Anywhere in Bangladesh
  • Minimum Salary: Negotiable
  • Published: 26 Jun 2024

 

Requirements

Additional Requirements

নিম্নলিখিত শর্তাবলী:

  • বৈদ্যুতিক ইলেক্ট্রিক্যাল লাইন্সেন্স বোর্ড হতে প্রাপ্ত লাইন্সেন্স থাকতে হবে।
  • বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বৈদ্যুতিক সাব-33/11 কেভি স্টেশন, এলটি, পিএফআই ইউনিটে অভিজ্ঞতা থাকতে হবে।
  • গ্যাস এবং ডিজেল জেনারেটরের বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • সোলার পাওয়ার সিস্টেম অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • লিফটের রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Responsibilities & Context

  • লিফট বিষয়ে সকল প্রকার জ্ঞান ও দক্ষতা অবশ্যই থাকতে হবে।
  • এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টার এর কার লিফট, লিফট ও জেনারেটর সহ অন্যান্য ইলেক্ট্রিক্যাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্মানিত সভাপতি মহোদয় খন্ডকালীন ইলেক্ট্রিক্যাল / লিফট টেকনিশিয়ান খন্ডকালীন নিয়োগের পরার্মশ প্রদান করেছেন।
  • বর্নিত অবস্থায় এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টার এর ১ জন ইলেক্ট্রিক্যাল/লিফট টেকনিশিয়ান জরুরী ভিত্তিতে খন্ডকালীন হিসাবে নিয়োগ করা যেতে পারে। কর্মী নিয়োগের প্রয়োজনীয় শর্তাবলী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্ থাকবে।

Employment Status

Part Time

Job Location

Anywhere in Bangladesh

Source link

To apply for this job email your details to admin@chakricircular.com