জুনিয়র মনিটরিং অফিসার (মাইক্রোফাইন্যান্স)

Uttaran

Uttaran

 

Uttaran

Follow

More jobs from this company

Summary

  • Vacancy: —
  • Location: Anywhere in Bangladesh
  • Minimum Salary: Tk. 18000 (Monthly)
  • Published: 25 Aug 2024

 

Responsibilities & Context

উত্তরণ একটি বেসরকারী উন্নয়ন মূলক প্রতিষ্ঠান, যা ১৯৮৫ সাল থেকে বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত রাখতে এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করছে। উত্তরণ এর ক্ষুদ্র ঋণ প্রকল্পে একজন জুনিয়র মনিটরিং কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য সমূহ:

  • মনিটরিং বিভাগের কর্মকর্তাকে প্রতি মাসে ৩-৪ বার মাঠ পরিদর্শন করা।
  • প্রতিটি পরিদর্শন হবে ৪-৫ দিন এবং মাসে অন্ততঃ ৬-৮টি ব্রাঞ্চ পরিদর্শন করে প্রতিবেদন সরাসরি প্রোগ্রাম ম্যানেজারের নিকট দাখিল করা।
  • মাঠ পর্যায়ে কর্মীদের গুণগতমান যাচাই ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কোন ধরণের অনিয়ম/অসঙ্গতি থাকলে তা সরেজমিনে যাচাইয়ের মাধ্যমে চিহ্নিত করা।
  • সামগ্রিক তহবিল ব্যবস্থাপনা বিশ্লেষণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুক‚লে প্রস্তাব রাখা।
  • ব্রাঞ্চ পর্যায়ে সংস্থার সার্কুলার ও নিয়ম-নীতির বাস্তবায়ন, সিলিং অনুযায়ী খরচের যথার্থতা এবং সিলিং বহির্ভূত খরচের অনুমোদন ও যথার্থতা যাচাই, মটরসাইকেল ও অন্যান্য সম্পদ-সম্পত্তির ব্যবহারের যথার্থতা যাচাই করে রিপোর্টে উল্লেখ করা।
  • বাড়ী ভাড়ার সিলিং, কক্ষের ব্যবহার, অফিস ও মেসে ব্যবহৃত আসবাবপত্রের মান ও মূল্যের তুলনামূলক বিশ্লেষণ, ক্রয় পদ্ধতি ইত্যাদ যাচাইপূর্বক চিহ্নিত অনিয়ম সম্পর্কে রিপোর্টে উল্লেখ করা।
  • বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা যেমন- ক্ষতিপূরণ, জরিমানা, সাময়িক অব্যাহতি, বিনা বেতনে ছুটি, বাধ্যতামূলক ছুটি, স্বজনপ্রীতি, স্ববেতনে ছুটি ইত্যাদি প্রদানে গৃহীত ব্যবস্থা যাচাই করে কোন ধরনের অসংগতি বা ভুল-ত্রুটি চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে প্রয়োজনীয় সুপারিশ/মতামত রাখা।
  • কর্মী সেটিং, ছুটি, বদলী, ইত্যাদি সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়াদি যাচাই।
  • সেই সাথে কুক-কাম আয়া নিয়োগের যথার্থতা যাচাই করে রিপোর্ট করা।
  • মাঠ পর্যায়ের কোন প্রকার বিশেষ তদন্ত কাজ পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
  • অন্যান্য কর্মকর্তা কর্তৃক ব্রাঞ্চ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কার্যাবলী যাচাইপূর্বক মতামতসহ প্রতিবেদনে উল্লেখ করা।
  • মনিটরিংয়ের জন্য বিভিন্ন ফরম-ফরমেট তৈরি করা।
  • অডিট বিভাগ কর্তৃক নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখিত ভুল-ত্রুটি, অন্যায়-অনিয়ম দূরীকরণে গৃহিত ব্যবস্থাদি সম্পর্কে রিপোর্টে উল্লেখ করা।
  • মামলা দায়েরের ক্ষেত্রে ত্রুটিসমূহ এবং সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করা।
  • বিভিন্ন প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ প্রোডাক্ট, অপারেশন কৌশলের তুলনামূলক প্রতিবেদন তৈরি করা।
  • মাঠ পরিদর্শন করে মাঠের পরিস্থিতি, সংস্থার কাজের গুণগত মান, অর্জন, সফলতা, ব্যর্থতা, সদস্যদের ভাল লাগা, মন্দ লাগা পরিমাপ ও সংস্থার নিয়ম পদ্ধতির প্রতি সন্তুষ্টি, এরিয়া মাৈনেজার, ব্রাঞ্চ ম্যানেজার, একাউন্টেন্ট কাম সুপারভাইজারদের কর্তৃক সুষ্ঠুভাবে কার্য সম্পাদন নিয়মিত হয় কিনা তা দেখা এবং এ সকল বিষয়ে সঠিক তথ্য তুলে ধরে সংস্থার কার্যক্রমকে একটা স্বচ্ছ অবস্থানে রাখার জন্য রিপোর্টে গুরুত্ব সহকারে উল্লেখ করা।
  • পরিচালক মহোদয় কর্তৃক প্রদত্ত বিশেষ কোন দায়িত্ব যা উপরে উল্লেখ করা হয়নি এমন দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা।

Compensation & Other Benefits

শিক্ষানবীশকালীন মাসিক সর্বসাকুল্যে ১৮,০০০/- (আঠার হাজার) টাকা এবং ৬ মাস শিক্ষানবীশকাল সফলতার সাথে উত্তীর্ণ হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা প্রাপ্য হবেন।
এছাড়া বাৎসরিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ডসহ সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রযোজ্য।

Employment Status

Full Time

Job Location

Anywhere in Bangladesh

Source link

Upload your CV/resume or any other relevant file. Max. file size: 512 MB.

Scroll to Top