Eco-Social Development Organization (ESDO)
Eco-Social Development Organization (ESDO)
Eco-Social Development Organization (ESDO)
Follow
More jobs from this company
Summary
- Vacancy: 1
- Age: 30 to 40 years
- Location: Thakurgaon (Baliadangi, Pirganj …
- Maximum Salary: Tk. 48932 (Monthly)
- Experience: At most 5 years
- Published: 11 Dec 2024
Requirements
Education
- Doctor of Veterinary Medicine (DVM)
Experience
- At most 5 years
- The applicants should have experience in the following business area(s):
NGO
Additional Requirements
- Age 30 to 40 years
- ভ্যালু চেইন অথবা মার্কেট ডেভেলপমেন্ট এপ্রোচ/প্রোগ্রাম অথবা লাইভস্টক সার্ভিস মার্কেট উন্নয়নে জাতীয়/আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা ও সনদ থাকতে হবে। প্রাইভেট সেক্টরের সাথে কাজের অভিজ্ঞতা সম্পন্ন।
- মোটর সাইকেল চালানোয় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকবে।
- কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। এমএসওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন।
- ফিল্ড পর্যায়ে ও অতিরিক্ত চাপের মাঝেও কাজ করার মানষিকতা থাকতে হবে
- কৃষিজ ভ্যালুচেইন প্রকল্প বাস্তবায়ন অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
Responsibilities & Context
জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যা গত ১৯৮৮ হতে সামাজিক উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম/প্রকল্প বাস্তবায়ন করে আসছে।দেশের ৫৩টি জেলার ৪০৮ উপজেলায় ১২ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও উন্নয়ন সহযোগী ইফাদের অর্থায়নে Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ৩ বছর মেয়াদি ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপপ্রকল্প ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি প্রান্তিক ও ক্ষুদ্র খামারি এবং মাংস ও দুগ্ধ উপখাত সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড মার্কেটের উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পুষ্টির উন্নয়নে কাজ করবে। উপ-প্রকল্পের মাধ্যমে নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন পর্যায়ে ভ্যালু এডিশন, উদ্যোগ উন্নয়নে আর্থিক পরিষেবার সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে কাজ করা হবে। প্রান্তিক ও ক্ষুদ্র খামারীদের দক্ষ উৎপাদন পদ্ধতি এবং শক্তিশালী বাজার সংযোগের মাধ্যমে উদ্যোগের পরিসর বৃদ্ধি ও উদ্যোগ সম্প্রসারণে কাজ করা হবে। উপ-প্রকল্প বাস্তবায়ন করা হলে ৭০ শতাংশ উদ্যোক্তার ন্যূনতম ৫০ শতাংশ আয় বৃদ্ধি পাবে এবং ৩০ শতাংশ প্রকল্পভুক্ত সদস্যরা তাদের নিয়মিত খাদ্য তালিকায় পুষ্টিমান সমৃদ্ধ খাবার যুক্ত করতে পারবেন।
নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক উপ-প্রকল্প গ্রহণের সময় উপখাতটির উপর গবেষণা (Subsector Study) করা হয়েছে। উক্ত গবেষণায় ৬ ধরণের প্রতিবন্ধকতা প্রতীয়মান হয়েছে। প্রাণীসম্পদ খাতে অপ্রতুল প্রাণী সেবা, প্রাণীখাদ্যের সংকট, প্রচলিত খামার ব্যবস্থাপনা, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন সম্পর্কিত জ্ঞানের অভাব, দূর্বল প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত আইসিটি ও আর্থিক সেবার প্রাণীসম্পদ সর্ম্পকিত উদ্যোগের অন্যতম অন্তরায়। উপ-প্রকল্পে মোট সদস্য রয়েছে ২৫ হাজার, এরমধ্যে ২৪ হাজার খামারি ও ১ হাজার জন সার্ভিস প্রভাইডার রয়েছেন। খামারি ও সার্ভিস প্রভাইডারদের ব্যবসা উন্নয়নে উল্লিখিত প্রতিবন্ধকতা দূর করতে উপ-প্রকল্পে ৬ ধরণের ইন্টারভেনশান গ্রহণ করা হয়েছে। উক্ত ইন্টারভেনশানসমূহ সঠিকভাবে ফ্যাসিলিটেট করা হলে প্রাণীসম্পদ উপখাত উন্নয়নে ভ‚মিকা রাখা সম্ভব। মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ইনপুট, প্রসেস, আউটপুট ও আউটকাম মনিটরিং কার্যক্রমে ওতপ্রোত ভাবে জড়িত থাকবে ফলে প্রকল্প মেয়াদেই ৮০ শতাংশ উদ্যোক্তার প্রাণীজ পণ্যের বিক্রয় ন্যূনতম ৩০ শতাংশ ও ব্যবসায় মুনাফা ২০ শতাংশ বৃদ্ধি পাবে।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) হতে Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার জন্য উল্লেখিত পদে দরখাস্তের আহবান করা যাচ্ছে।
Job Responsibilities
- বাংলাদেশে লাইভস্টকের উপকরণ ও সেবা নিয়ে কাজ করছে এমন সরকারি, বেসরকারি ও কোম্পানির উপকরণ ও সেবার গুণগত মান যাচাইপূর্বক এ, বি, সি ইত্যাদি ক্যাটগরিতে শ্রেণীবিন্যাস করা; প্রথম সারির এক্টরদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে প্রকল্পভুক্ত এলাকায় গুণগত উপকরণ ও সেবার অভিগম্যতা নিশ্চিত করা।
- প্রকল্প এলাকায় বিদ্যমান উপকরণ ও সেবা চিহ্নিতকরণ, উক্ত উপকরণ ও সেবা বিক্রয়ের পদ্ধতি সম্পর্কে পর্যালোচনাপূর্বক সম্ভাব্য নতুন ও বিদ্যমান উপকরণ ও সেবার একটি তালিকা তৈরি ও প্রমোশন পদ্ধতি উন্নয়নে স্ট্রাটিজি তৈরি। বিদ্যমান উপকরণ ও সার্ভিসে ভ্যালু এডিশন ও নতুন সার্ভিস চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে এলএসপিদের দক্ষতা উন্নয়ন।
- সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্তৃক উপ-প্রকল্পের নির্বাচিত সদস্যের ভ্যালিডেশন, ইনসেপশান ফেজে ড্রপবক্সে সকল সদস্যের প্রফাইল আপডেট, সার্ভিস প্রভাইডার উন্নয়নপূর্বক খামারিদের সাথে তাদের সংযোগ স্থাপন, গুণগত উপকরণ ও সেবা সহজীকরণ বা সহজপ্রাপ্যকরণে কারিগরি সহায়তা প্রদান।
- সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরদের সাথে সাপ্তাহিক ও মাসিক কর্মপরিকল্পনা তৈরি, প্রতিদিন সকালে ও বিকেলে পরিকল্পনা পর্যালোচনা, প্রয়োজনানুযায়ী পরিমার্জিত পরিকল্পনা তৈরি, পরিকল্পনা অনুযায়ী কর্মকাÐের বাস্তবায়ন, সহকারি ফ্যাসিলিটেটরদের কাজের সুপারভিশন ও মনিটরিং, মাঠের সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানে ও চ্যালেঞ্জ থেকে উত্তোরণে প্রয়োজনে প্রাইভেট সেক্টরের পলিসি ও সাপোর্ট ফাংশানে পরিবর্তন ও পরিমার্জনে সহায়তা প্রদান। মাঠের চ্যালেঞ্জ ও শিখন বিষয়ে ডকুমেন্টেশান এবং প্রতিমাসে ২টি কেস স্টাডি তৈরি।
- প্রাইভেট কোম্পানি, ডিএসএস ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মাঝে সমন্বয়ের মাধ্যমে উপ-প্রকল্পের স্টিয়ারিং কমিটি গঠন, কমিটির সাথে নিয়মিত বৈঠক ও সভার কার্যবিবরণী তৈরি করা ও সে অনুযায়ী কর্মকান্ডের বাস্তবায়ন।
- নিয়মিত উদ্যোগ পরিদর্শন, উদ্যোগ বিশ্লেষণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। প্রতিটি উদ্যোগের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড সংযোগ বিশ্লেষণ, কোন গ্যাপ পরিলক্ষিত হলে সংযোগ জোড়দার ও নতুন সংযোগস্থাপনে কারিগরি সহায়তা প্রদান।
- সার্ভিস প্রভাইডার পর্যায়ে বিজনেস মডেল ক্যানভাস ও বিজনেস প্ল্যান উন্নয়নে সংশ্লিষ্ট প্রাইভেট সেক্টরের সংযোগ স্থাপন, তাদের পণ্য ও সেবা প্রমোশনে নিয়মিত সেমিনার, কর্মশালা ও ক্যাম্পেইন আয়োজন; বেসরকারি পরামর্শ সেবা উন্নয়নে সর্বদায় সার্ভিসসমূহ বিশ্লেষণ ও কার্যকরী ভুমিকা রাখা।
- প্রকল্পভুক্ত জেলায় প্রাইভেট প্রাকটিসে জড়িত রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের তালিকা তৈরি, তাদের দক্ষতা উন্নয়নের দিকসমূহ চিহ্নিতকরণ, তাদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের ডিজাইন তৈরি ও হাতেকলমে প্রশিক্ষণের আয়োজন।
- নিরাপদ মাংস ও দুধ উৎপাদনে Global GAP বিষয়ে পর্যালোচনা ও গবেষণা করা, বাংলাদেশে গেøাবাল গ্যাপ নিয়ে কাজ করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি, তাদের কর্মক্রমের পরিসর সম্পর্কে জেনে তাদের সাথে যোগাযোগ এবং সে অনুযায়ী খামারি ও সার্ভিস প্রভাইডারদের প্রশিক্ষিতকরণে সক্রিয় ভুমিকা রাখা।
- এলএসপি ও প্রাইভেট সেক্টরের সাথে নিয়মিত যোগাযোগ এবং ইন্টারভেনশান বিশ্লেষণের মাধ্যমে এক্সিটের কর্মকৌশল তৈরি, সে অনুাযায়ী মাঠ পর্যায়ে বাস্তবায়ন এবং এর মূল্যায়ন।
- উপ-প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার জন্য টিমের সাথে মাসিক সভার আয়োজন, মাসিক প্রতিবেদন তৈরি, সিনিয়র ও জুনিয়রদের সাথে সকল কার্যক্রমের হাতনাগাদ তথ্য বিশ্লেষণ, মাঠ পর্যায়ের গুড প্যাকটিস চিহ্নিতকরণ, নিজ টিম ও অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য নিয়মিত লার্নিং এন্ড সেয়ারিং সেশন আয়োজন।
- মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার ও ফাইন্যান্স, এডমিন এন্ড প্রকিউমেন্ট অফিসারের সাথে নিয়মিত উপ-প্রকল্পের ইন্টারভেনশান, বাজেট ও লগফ্রেম পর্যালোচনা করা, পিছিয়ে থাকা কর্মকাÐসমূহ চিহ্নিতকরণ ও লক্ষ্য অর্জনে কর্মপরিকল্প তৈরি ও বাস্তবায়ন।
- বিভিন্ন সংস্থা/মার্কেট এক্টরদের বিদ্যমান পলিসি পর্যালোচনা, নতুন পলিসি উন্নয়নে এ্যাডভোকেসী এবং বিভিন্ন সংস্থা/প্রাইভেট সেক্টর কর্তৃক বাস্তবায়নযোগ্য নতুন প্রযুক্তি হস্তান্তর। মহিষ, ভেড়া ও ছাগলের রেডিফিড ও কৃত্রিম প্রজনন সেবা চালু করতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ, এডভোকেসী ও কর্মপন্থা বেড় করা।
- উপ-প্রকল্পের সুপারভাইজার কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন তৎপর থাকা।
Compensation & Other Benefits
উৎসব ভাতা এবং বৈশাখি ভাতা প্রাপ্য হবেন। প্রতিবছর স্টাফদের পারফরম্যান্স মূল্যায়নের উপর ভিত্তিকরে বেতন ৫ শতাংশ বাড়ানো হতে পারে।
বাসা থেকে অফিসে যাওয়া-আসা ও দুপুরের খাবারের জন্য কোন ভাতা প্রাপ্ত হবে না। মাঠের কার্যক্রম পরিচালনার জন্য সংস্থা হতে মোটর সাইকেল অথবা ভ্রমণ বিল দেয়া হবে।
Employment Status
Full Time
Job Location
Thakurgaon (Baliadangi, Pirganj, Rani Sankail, Thakurgaon Sadar)
To apply for this job email your details to admin@chakricircular.com