Adhyayan Academic Care
Requirements
Education
- Bachelor/Honors
Additional Requirements
- কোচিং সেন্টারে যাদের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
Responsibilities & Context
অধ্যয়ন একাডেমিক কেয়ার একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। যা তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত হয়ে আসছে।উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে কিছু সংখ্যক অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করা হবে।
উল্লেখিত পদের জন্য উপযুক্ত আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
শিক্ষকঃ
- বাংলা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স শেষ(অধ্যয়নরত) ০২,
- ইংরেজি: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স শেষ(অধ্যয়নরত)-০৩,
- গণিত: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স শেষ(অধ্যয়নরত)-০২,
- পদার্থ: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স শেষ(অধ্যয়নরত)-০২,
- রসায়ন: সংশ্লিষ্ট বিষেয়ে অনার্স/মাস্টার্স শেষ(অধ্যয়নরত)-০২
তিনটি শিফটে ক্লাস নেয়ার সুযোগ রয়েছে।
শিফটসমূহ:
- সকাল: ৮.০০- ১১.০০।
- দুপুর: ৩:০০ – ৬:০০।
- রাত্রি: ৬:১৫ – ৯:১৫।
To apply for this job email your details to imranaesthetic68@gmail.com
